দুই পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা–কাটাকাটি হয়েছিল। আর এর জের ধরে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করা হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশুকে। আজ বুধবার সকাল সাড়ে দশটায় সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মোহাম্মদ আলী। সে স্থানীয় অটোরিকশাচালক আবু তাহেরের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মো. জাহাঙ্গীর আলম নামের এক ইতালিপ্রবাসী এক ব্যক্তি শিশু মোহাম্মদ আলীকে দুই দফায় মাথায় তুলে আছাড় মারেন। এতে সে অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর সন্দ্বীপে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী জাহাঙ্গীরের বসতঘর ভাঙচুর করে আসবাবে আগুন দেয়। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...