১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম ভারতের আসাম রাজ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু মুসলমানদের টার্গেট করে একটি এআই-নির্মিত ভিডিও প্রকাশ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। চরম বিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক এই ভিডিওটি প্রচারের পর দলটির বিরুদ্ধে খোলাখুলি ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো এই ঘৃণা ক্যাম্পেইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আওয়াজ উঠছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘুদের টার্গেট করে কদর্য কথাবার্তা নতুন নয়, তবে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল নতুন করে যা করছে, তা একটা নতুন নিচু স্তরে নেমে এসেছে। ১৫ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি-নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপির আসাম রাজ্য শাখার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিওটিতে মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে তুলে ধরা হয়েছে। মুসলিমরা উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যের সরকারি জমি দখল করছে বলে...