ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩২:৫৪ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কক্সবাজার:সদরে বাবাকে হত্যার পরে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গত সোমবার উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রফিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে সৈয়দ আহমদের সঙ্গে ছেলে রফিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক কাঠ দিয়ে বাবাকে সজোরে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে রফিক ছোটভাইকে সঙ্গে নিয়ে বাবার মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পেছনে ধানক্ষেতে পুঁতে রাখেন।স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাতে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নিহতের মরদেহ ময়না...