১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম নেতাদের কী ৭৫ বছর বয়সের পর সক্রিয় রাজনীতি থেকে সরে আসা উচিত? গত এক দশক ধরে, ভারতীয় জনতা পার্টিতে ঘুরেফিরে এই প্রশ্নই উঠেছে। প্রতিবারই যখন কোনো বিজেপির প্রবীণ নেতা ওই বয়সে পৌঁছান, তখনই শুরু হয় এই নিয়ে আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বয়সও এখন ৭৫ বছর এবং সেই একই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিবিসি হিন্দি এমন কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে যারা বিজেপিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। বস্তুত ৭৫ বছর বয়সের পর সক্রিয় রাজনীতি থেকে সরে আসা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালে, ভারতের সাধারণ নির্বাচনের সময়। বিবিসি হিন্দির সঙ্গে কথোপকথনের সময় প্রবীণ সাংবাদিক ও 'দ্য প্রিন্ট'-এর রাজনৈতিক সম্পাদক ডি কে সিং জানিয়েছেন নরেন্দ্র মোদীকে যখন...