১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম ফরাসি ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন (আইওপি) কর্তৃক ১৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি জরিপে দেখা গেছে যে, ৬৬ শতাংশ ফরাসি মুসলিম বর্ণবাদী আচরণের সম্মুখীন হচ্ছেন, মঙ্গলবার ইয়াবিলাদি রিপোর্ট করেছে। প্যারিসের গ্রেট মসজিদ কর্তৃক কমিশন করা এই গবেষণাটি ‘বহুমাত্রিক বৈষম্যমূলক ব্যবস্থা’ বলে অভিহিত করে। এতে উঠে এসেছে যে ফ্রান্সে মুসলমানবিরোধী ঘৃণা এক উদ্বেগজনক স্তরে পৌঁছেছে। এই সমীক্ষায় ফ্রান্সের বড় শহরগুলোতে বসবাসরত ১ হাজার ৫ জন মুসলিমকে অন্তর্ভুক্ত করা হয়। সমীক্ষায় ফরাসি সমাজের ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। ফলাফল অনুযায়ী, ফ্রান্সের ৮২ শতাংশ মুসলিম মনে করেন যে, দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও ঘৃণা ব্যাপক রূপ নিয়েছে। ৮১ শতাংশ উত্তরদাতা বলেছেন, গত এক দশকে ঘৃণা-বিদ্বেষ বেড়েছে। অধিকাংশ উত্তরদাতা (৬৬ শতাংশ) জানিয়েছেন, গত পাঁচ বছরে...