১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম ইউরোপে নতুন জীবনের স্বপ্ন দেখা তরুণদের যাত্রা এবার পরিণত হলো দুঃস্বপ্নে। লিবিয়ার ভূমধ্যসাগরে ৩৮ জন বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। একই রাতে লিবিয়ার কোস্টগার্ড আরও ৩২ জনকে আটক করেছে। নিখোঁজ ও আটক হওয়া অধিকাংশই বরিশাল ও মাদারীপুরের যুবক। ৮ সেপ্টেম্বর রাত ১২টায় লিবিয়ার উপকূল থেকে একটি স্পিডবোটে ৩৮ জন বাংলাদেশি ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মাত্র কয়েক ঘণ্টা পর বেনগাজীর উপকূল থেকে যাত্রা করা আরেকটি স্পিডবোটে থাকা ৩২ জন বাংলাদেশিকে আটক করে লিবিয়ান কোস্টগার্ড। আটক হওয়া বাংলাদেশিদের বেশিরভাগই বরিশাল ও মাদারীপুর জেলার তরুণ। তাদের মধ্যে রয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের তোরাপ হাওলাদারের ছেলে রহিম হাওলাদার,তাঁরাকুপি গ্রমের বাচ্চু বয়াতির ছেলে মুন্না বয়াতি,উত্তর...