১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম নগরায়নের ফলে বাড়ছে গাড়ির সংখ্যা। কিন্তু গাড়ির কারণে সড়কে দূষণ কতটা বাড়ছে, সেটা সরাসরি জানার উপায় ছিল সীমিত। সম্প্রতি চীনের আবিষ্কৃত পদ্ধতিতে এটি জানা আরও সহজ হয়েছে। প্রযুক্তির নাম হাইব্রিড ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে ৩০ মিটারের মধ্যে গাড়ির দূষণ রিয়েলটাইমে পরিমাপ করা যায়। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে এরইমধ্যে প্রয়োগ করা হচ্ছে এ প্রযুক্তি। সামনের দিনগুলোয় শহুরে রাস্তায় কার্বন ডাই অক্সাইড হ্রাস কতটা হচ্ছে বা এর দূষণের হার কী করে কমানো যায় তা জানতে কাজে লাগবে এ প্রযুক্তি। এ গবেষণায় সংশ্লিষ্ট বিজ্ঞানী ও চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ওয়াং লির মতে, কার্বন নির্গমনের পরিমাণ বের করার আগের পদ্ধতির বড় সীমাবদ্ধতা হলো এটি তুলনামূলক বড় একটি...