গুঞ্জনের গল্পে বাস্তবতার দাড়ি আগেই পড়েছে। আনুষ্ঠানিকভাবে না জানালেও খেলার মাঠ থেকে রেস্টুরেন্ট—সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহাভাশকে। আরেকটি বিষয়ও সামনে আসছে হরহামেশা। ধনশ্রী ভার্মাকে ভিলেন বানানো। সেই বিষয়টিই সামনে এনেছেন ধনশ্রী। সম্প্রতি ‘রাইস অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে চাহালের সাবেক স্ত্রী দাবি করেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রচার চালানো হয়েছে। অনুষ্ঠানে সম্পর্কের প্রতারণার কথা উঠতেই ধনশ্রী বলেন, ‘ইচ্ছে করে আমার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। যত ভুলভাল কথা। ওর আসলে ভয় লাগে, আমি যদি মুখ খুলি! তাই আগে থেকেই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করে।’ ধনশ্রী হুঁশিয়ারির সুরে জানান, তিনি মুখ খুললে অনেক কিছুই নাকি বদলে যাবে। তবে সেটি ঠিক কি কথা তা বলেননি। বেশ কিছুদিন যাবৎ ধনশ্রীকে প্রতারক হিসেবে উপস্থাপন করেছেন চাহাল। এই বিষয়টিতে অমত ধনশ্রীর।...