ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের প্রতি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরূপ মনোভাব ছিল। এ কারণে বিদ্বেষবশত শেখ হাসিনা ও তার সরকারের অন্যান্যদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। তিনি বলেন, ওনার (মাহমুদুর রহমানের) বিরুদ্ধে তৎকালীন মামলা হয়েছে, হাজত খেটেছেন। সেসব কারণে বিদ্বেষবশত শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) মাহমুদুর রহমানকে জেরা শেষ করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন আইনজীবী আমির হোসেন। এদিন জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া মাহমুদুর রহমানের বক্তব্যের জেরা শেষ হয়। আইনজীবী আমির হোসেন বলেন, মাহমুদুর রহমান একজন ইতিহাসবিদ। একজন ইতিহাসবিদ হিসেবে তিনি তার জবানবন্দিটা ইতিহাসের মতো...