কুমিল্লার দাউদকান্দিতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন (৪৫), উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল ভূঁইয়া (৫০), আওয়ামী লীগ নেতা রাসেল ভূঁইয়া(৩৫), ছাত্রলীগ নেতা মো রিফাত (১৯), নাহিদ হাসান (১৭), সামিউল্লা ইসলাম (১৭), মোহাম্মদ সাব্বির (১৬)। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, নাশকতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কুমিল্লার দাউদকান্দিতে নাশকতায় জড়িত থাকার...