দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত এক দিনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জনের প্রাণ গেল। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ১৯২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৯৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন,...