রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক সেমিনার ‘‘লেনদেনের জন্য এখন প্রায় সব মানুষ নগদ টাকার ব্যবহার করেন। এ জন্য প্রতিবছর সরকারের খরচ হয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই খরচ বাংলাদেশের জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশ। এখন টাকার ব্যবহারের জন্যই বছরে মাথাপিছু খরচ হয় ৯ হাজার ৯৩৮ টাকা।’’ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। লিড ব্যাংক হিসেবে এর আয়োজন করে ব্র্যাক ব্যাংক। সেমিনারে গ্রাহকদের জন্য দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরো জানানো হয়, ‘‘বাংলাদেশে যদি ক্যাশলেস লেনদেন হতো, তাহলে...