এবার অত্যন্ত ‘শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর’ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা পালিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকালে ঢাকায় রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, “এবার প্রস্তুতি ভালো হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, গত বারের চেয়েও এবার পূজা ভালোভাবে হবে, উৎসবমুখর এবং নির্বিঘ্নে হবে।” ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা বজায় রাখার অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “ধর্মীয় সব রীতিনীতি মেনে চলতে হবে। কেউ যেন পবিত্রতা নষ্ট না করি।” গত বারের চেয়ে এবার সরকারের পক্ষ থেকে বরাদ্দ বেশি দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আগের বার সরকার ২ কোটি বরাদ্দ দিয়েছে, এবার ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরেও কোনো প্রয়োজন থাকলে পাশে থাকার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ার পাশাপশি নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো...