এবার রাঙামাটি জেলায় ১০ উপজেলায় মোট ৪৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাঙামাটি সদরে রয়েছে ১৬টি পূজামণ্ডপ। বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব দুর্গাপূজাকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায়...