নারায়ণগঞ্জে ট্রাফিকের দায়িত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ব্যাটারীচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। এ সময় দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। বুধবার দুপুরে অটোরিকশা চালকরা তাদের উপরে হামলা চালানো হয়েছে এমন অভিযোগ এনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পরে যাত্রীরা। প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে অটোচালকরা। এসময় একটি এম্বুলেন্সকেও যেতে বাধা দিয়ে ঘুরিয়ে দেয় অটোচালকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে অটোচালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার মিমাংসা করা হয়। জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ গেইটে ট্রাফিকের...