চট্টগ্রামের সন্দ্বীপে এক ব্যক্তির সঙ্গে ‘পূর্ব শত্রুতার জেরে’ তার স্কুলগামী শিশু সন্তানকে আছাড় মেরে হত্যার খবর পাওয়া গেছে। বুধবার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শিশু আলী হোসেন মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত সে। হত্যার ঘটনার পর জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়িও মগধরা ইউনিয়নে। প্রাথমিক তথ্যের বরাতে সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় বছরের শিশুটির বাবার সঙ্গে জাহাঙ্গীরের পূর্ব বিরোধ ছিল। সকালে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর তাকে মারধর করে ও মাথার ওপর তুলে আছাড় মারে। এতে শিশুটির নাক, মুখ...