নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবু জামিনে মুক্তি পেয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার সামান্য ভুলের কারণে আজ এতো কিছু ঘটেছে।” শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে টানা দুই দিন ধরে উত্তরা ইপিজেডে আন্দোলন চলছিল। মঙ্গলবার বৃষ্টির কারণে আন্দোলন কিছুটা ম্লান থাকলেও বুধবার সকাল থেকে শ্রমিকরা গেট থেকে থানা পর্যন্ত মিছিল নিয়ে অগ্রসর হন। তিনটি স্থানে পুলিশি ব্যারিকেড ভেঙে একপর্যায়ে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইপিজেড কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রম আইন বাস্তবায়ন, নিহত শ্রমিক হাবিবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি উত্থাপন করেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবু ও শফিকুল ইসলামকে...