১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম জেরুজালেমের ঐতিহ্য নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। ‘তিনি হয়তো জানেন না কিন্তু মুসলিমরা জেরুজালেমকে শান্তির শহর করে তুলেছে,’ আঙ্কারায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরদোগান বলেন। ‘নেতানিয়াহুর ২৭ বছর আগে আমার অবস্থান কখনই ভুলে যাওয়া উচিত নয়,’ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে জেরুজালেমে এক অনুষ্ঠানে নেতানিয়াহুর দেওয়া মন্তব্যের জবাবে এরদোগান বলেন। সিলোমের পুল থেকে আল-আকসা মসজিদের সংযোগকারী প্রথম শতাব্দীর পথটি পুনরায় চালু করার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ১৯৯৮ সালে তৎকালীন তুর্কি প্রধানমন্ত্রী মেসুত ইলমাজের সাথে একটি বৈঠকের কথা উল্লেখ করেন, যেখানে নেতানিয়াহু দাবি করেন যে ইলমাজ ইসরাইলকে স্থানটির কাছে পাওয়া হিব্রু শিলালিপি সম্বলিত একটি...