দেশে এডিস মশা বাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। একই সময়ে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা শহরের হাসপাতালগুলোতে ১৯৯ জন এবং অন্যান্য বিভাগগুলোতে ৪২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে, বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে...