চট্টগ্রামের পটিয়ায় অপহৃত এক ব্যবসায়ীকে দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মুখোশধারী অপহরণকারীরা তাঁকে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ১৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় ব্যবসায়ী মোহাম্মদ আরজুকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তৎপর হলে অপহরণকারীরা একটি মাছের প্রজেক্টে তাঁকে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। অপহরণের শিকার ব্যবসায়ী মোহাম্মদ আরজু জানান, তিনি ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি চাকরি চলে যাওয়ায় পটিয়া মুন্সেফ বাজারে একটি মুরগির দোকান দেন। বুধবার, (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে দোকান খোলার পর মুখোশ পরা ৪-৫ জন তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নির্জন স্থানে নিয়ে যায়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা...