চাঁদপুরে সিলিং ফ্যানের প্যাকেটে করে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে কবরস্থানে কবর দেয়ার পূর্বে জীবিত উদ্ধার হওয়া চাঞ্চল্যকর ঘটনায় নবজাতককে বহনকারীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ডিবি পুলিশের অভিযানে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালের ওয়ার্ড বয় মো. ফারুক হোসেনকে আটক করা হয়। এর পূর্বে গত রোববার দুপুর ১টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি একটি ফ্যানের প্যাকেটের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত নবজাতককে নিয়ে চাঁদপুর বাস টার্মিনালের পৌর কবরস্থানের গোরখাদককে দেন। তিনি নবজাতকটি কবর দেওয়ার অনুরোধ করেন। কিন্তু গোরখাদক যখন শিশুটিকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন শিশুটি নড়ে ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার নির্দেশে ডিবির একটি বিশেষ টিম তদন্তে নামে। বিভিন্ন স্থানের ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে নবজাতকসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম...