নিজস্ব প্রতিবেদক: সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিলের “১০ টাকায় এক কেজি ইলিশ” দেওয়ার ঘোষণা ঘিরে সদরপুরে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল প্রচারণার অংশ হিসেবে মাইকিং করে জানান, তিনি প্রতিজনকে মাত্র ১০ টাকায় এক কেজি ইলিশ দেবেন। এ ঘোষণায় সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ ভিড় করেন। তবে মাছের সরবরাহ ছিল অত্যন্ত সীমিত। এতে ইলিশ না পেয়ে ক্ষুব্ধ জনতা চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে। ভিড় এবং বিশৃঙ্খলা দ্রুত বাড়তে থাকায় রায়হান জামিল এলাকা ত্যাগ করেন। পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদের দিকে রওনা হলে পথেই বিক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে...