এদিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষকরা। এসময় শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন, উপাধ্যক্ষ প্রফেসর এ বি এম মোখলেছুর রহমান এবং বাংলা বিভাগের প্রভাষক বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম।এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান সুদর্শন শীল। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি কলেজের শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ্, আরিফ বকস্, গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের আহমেদ প্রমুখ।র্যাব পরিচয়ে ছিনতাইকালে শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩স্কুলের সামনে ফেলা ময়লা-আবর্জনার দুর্গন্ধে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শত শত শিক্ষার্থী ও শিক্ষকরা। দীর্ঘদিনের এই বর্জ্য সমস্যা নিরসনে গঠিত উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভার প্রস্তাব স্থানীয় সরকার নির্বাহী কার্যালয়ে (এলজিইডি) পাঠানো হয়েছে বহু আগেই, তবে কোনো সমাধান...