আইনপ্রণেতাদের (এমপি) বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা প্রতিবাদে পূর্ব তিমুরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে সরকার আইনপ্রণেতাদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি। মঙ্গলবার বিক্ষোভকারীরা সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে এবং একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পাল্টা জবাব দেয়। এই সংঘাতের কয়েক ঘন্টা পরে সরকার জনসাধারণের চাপের কাছে মাথা নত করে এবং পরিকল্পনা বাতিল করে। তবে এরপরেও বুধবার অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। একজন বিক্ষোভকারী বিবিসিকে জানান, বুধবার রাজধানী দিলিতে প্রায় দুই হাজার বিক্ষোভকারীর সমাবেশ করেছে। এর কারণ হিসেবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা এখন অবসরপ্রাপ্ত আইনপ্রণেতাদের আজীবন পেনশন বাতিলের দাবি জানাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বিবিসিকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে...