এশিয়া কাপে সুপার ফোরের টিকিট নিশ্চিত করতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেই ‘ডু অর ডাই’ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লিটন দাসের দল। শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, এই জয়ের পর আইসিসির কাছ থেকেও মিলেছে সুখবর। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে সমান ২২২ রেটিং পয়েন্ট থাকলেও মোট পয়েন্টে এগিয়ে থাকায় টাইগাররা নবমে উঠে আসে। ফলে আফগানরা পিছিয়ে গিয়ে ঠাই নিয়েছে দশে। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ১২,২২৩, যেখানে আফগানিস্তানের সংগ্রহ ৮,২১৩।আরো পড়ুন:শেষ পর্যন্ত ১ ঘণ্টা দেরিতে মাঠে নামছে পাকিস্তান, ম্যাচ রেফারি ইস্যুতেই ঝড়আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ শেষ পর্যন্ত ১ ঘণ্টা দেরিতে...