বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার (২১ সেপ্টেম্বর) চতুর্থ ধাপের আবেদন শুরু হবে; চলবে পরের দিন পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিয়াজুল হক বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কোনো শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদনই করেননি। আবার আবেদন করে ভর্তির জন্য নির্বাচিত হলেও কেউ কেউ ভুলের কারণে ভর্তি হতে পারছেন না। তাই চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “২১ ও ২২ সেপ্টেম্বর চতুর্থ ধাপের আবেদন নিয়ে ২৪ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।” অনলাইনে কলেজে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ সংক্রান্ত নোটিস প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের...