পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর। নিহতরা হল- ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে আজিবুল ও রাবেয়া বাড়ির পাশের মালেক মণ্ডলের ইটভাটার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই পুকুরপাড়ে গিয়ে...