কুমিল্লার বরুড়ায় নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার প্রায় ১৪ মাস অতিবাহিত হওয়ার পরও আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু না হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের ৫টি ইউনিয়নের বাসিন্দারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। তবে স্বাস্থ্যের কর্তারা বলছেন মঞ্জুরিকৃত জনবল সংকট, ফার্ণিচার ও ওষুধ সরবরাহ না হওয়ায় হাসপাতালটি জন সাধারণের চিকিৎসা সেবা চালু করতে পারছেন না তারা। সরেজমিনে গিয়ে জানা গেছে, গ্রামীণ স্বাস্থ্য সেবা তথা জন সাধারণের স্বাস্থ্য সেবা প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০৩ সালের দিকে তৎকালীণ স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম আবু তাহের সোনাইমুড়ি এলাকায় ২০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পরে প্রায় ৪ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয় ধরে উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় ২০ শয্যা হাসপাতালটি নির্মান প্রকল্পটি গ্রহণ করা হয়। এরপর ওই স্থানে...