জুলাই আন্দোলনের সময়কার একটি মামলায় সাবেক ছাত্রলীগ নেতার পক্ষে দাঁড়িয়েছেন জামায়াতপন্থি এক আইনজীবী। বুধবার আদালতে দাঁড়িয়ে এ আইনজীবী তার মক্কেলকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতাও করেন। ওই আইনজীবীর নাম আব্দুর রাজ্জাক। তিনি জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক। কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিকের হয়ে এ মামলায় লড়ছেন আব্দুর রাজ্জাক। জুলাই আন্দোলনের সময় মারধর ও হুমকির অভিযোগে কলাবাগান থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সালাউদ্দিন জাবেদ। এ মামলায় অনিক ও শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই সামছুল হক সুমন। বুধবার এ আবেদনের শুনানিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। অন্যদিকে অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন...