১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম মিনতি চাকমা, দীর্ঘ দিন ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত। এ ব্যাপারে চিকিৎসা নিতে তেমন কোন উদ্যোগ গ্রহণ করেননি তিনি। উদ্যোগী হবেনই বা কী করে, বাড়ি থেকে অনেক দূরে উপজেলা সদরে সরকারি হাসপাতাল। সেখানে বেশির ভাগ সময়ই ডাক্তার থাকেন না। দীর্ঘদিন পর ডাক্তার পাওয়া গেলেও সরকারি ওষুধ জোটে না। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উপেন্দ্র কারবারিপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক অসচ্ছল পরিবারের সদস্য মিনতী চাকমা। তার বয়স ৪৫ বছর। তিনি ধূমপানে আসক্ত। দারিদ্র্যতা, পরিবেশ, অসচেতনতা ও কুসংস্কারে আচ্ছন্ন থাকার কারণে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। একই জেলার পানছড়ি উপজেলার কাশি কারবারিপাড়া এলাকার ৩২ বছর বয়সী মালতি রাণী ত্রিপুরা। দীর্ঘদিন মেয়েলী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। সরকারি তেমন কোন সুচিকিৎসা পাচ্ছেন...