নিজেদের জন্য আজীবন পেনশন ভাতা বরাদ্দের পরিকল্পনা বাতিলে রাজি হয়েছেন পূর্ব তিমুরের আইনপ্রণেতারা। এ সংক্রান্ত পরিকল্পনা বাতিলের দাবিতে সোমবার হাজারো শিক্ষার্থী দেশটিতে বিক্ষোভ শুরু করেছিল। শেষ পর্যন্ত বুধবার আইনপ্রণেতারা শিক্ষার্থীদের দাবির কাছে হার মানেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স। পূর্ব তিমুর কিংবা অনেকের কাছে তিমুর লেস্তে নামে পরিচিত দেশটির জনসংখ্যা মাত্র ১৩ লাখ, আয়তন কাতারের চেয়ে সামান্য বেশি। দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র এ দ্বীপদেশটি তেল-গ্যাসের ক্রমহ্রাসমান রিজার্ভের ওপর অনেকাংশে নির্ভরশীল। বুধবার আইনপ্রণেতারা একমত হওয়ার আগে পূর্ব তিমুরের রাজধানী দিলির পার্লমেন্টারি ভবনের বাইরে টানা তৃতীয় দিনের আন্দোলনে হাজির ছিল হাজারের বেশি শিক্ষার্থী। তারা আইনপ্রণেতাদের আজীবন ভাতা দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবি জানায়। পরে পূর্ব তিমুরের পার্লামেন্টে থাকা দলগুলো জানায়, শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে তারা সাংসদদের আজীবন পেনশন দেওয়ার পরিকল্পনাটি বাতিল করবে। এর...