তিনি আরও বলেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা করতে হবে, যাতে আমরা তাদের বাজারে অবাধ প্রবেশাধিকার পেতে পারি। লুৎফে সিদ্দিকী বলেন, চুক্তিতে শ্রমের মান, মানুষের চলাচল এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। মঙ্গলবার ব্যাংককে শ্রম ও স্বল্পোন্নত দেশগুলোর সমস্যা সংক্রান্ত আইএলও এশিয়া-প্যাসিফিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপনকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত এসব কথা বলেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লুৎফে সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের নামমাত্র জিডিপির ভিত্তিতে বিশ্বে অবস্থান প্রায় ১৩৫তম এবং ভূমির দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৯৪তম। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। নগররাষ্ট্র বাদ দিলে বাংলাদেশই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে।...