মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ২০২৫-২৬ অর্থবছরে স্থানীয় সরকার কোভিড–১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের (LGCRRP) আওতায় রাস্তা উন্নয়ন ও আরসিসি আচ্ছাদিত ড্রেন নির্মাণের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রকল্প শুরুর আগেই কিছু প্রভাবশালী ব্যক্তি লিখিত আপত্তি জানিয়ে কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। সরেজমিনে দেখা যায়, বর্তমানে সড়কটির প্রস্থ মাত্র ১১ ফুট। অথচ প্রকল্পের নকশা অনুযায়ী এটি ১৪ ফুট চওড়া ও ২১০০ ফুট দীর্ঘ করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এলাকাবাসীর দাবি, বিদ্যমান সংকীর্ণ জায়গাতেই যদি রাস্তা নতুন করে নির্মাণ করা হয়, তবে তা কোনো কাজে আসবে না। সংকীর্ণতার কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বড় যানবাহন চলাচল করতে পারবে না। কলেজপাড়ার বাসিন্দা মাসুম, রিয়াজ, ফারুক, গিয়াস ইঞ্জিনিয়ার ও চঞ্চলসহ অনেকে বলেন, “এই রাস্তা...