জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ব্যবস্থা করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির দেয়া লিখন কর্মসূচি পালন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় এই দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা। জবি শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, এই দুইটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। এই দুইটি দাবির বিষয়ে আমরা গত ১৫ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করে এবং পরবর্তীতে কর্মসূচি জানিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করি। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে একটি...