চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না ইউনিকম দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ব্যবহার করে একটি বৃহৎ ডেটা সেন্টার নির্মাণ করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি (সিসিটিভি) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞার মুখে চীন এখন স্বনির্ভরতার পথে জোর কদমে এগিয়ে যাচ্ছে। চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ছিংহাইয়ের রাজধানী শিনিংয়ে অবস্থিত ডেটা সেন্টারটিতে মোট বিনিয়োগ প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। ছিংহাই প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, এটি সম্পূর্ণ হলে ২০ হাজার পেটাফ্লপস কম্পিউটিং ক্ষমতা অর্জন করবে। এখন পর্যন্ত ৩ হাজার ৫৭৯ পেটাফ্লপস সক্ষমতা গড়ে তোলা হয়েছে, যার জন্য প্রায় ২৩ হাজার দেশীয় এআই চিপ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, পেটাফ্লপস (petaflops) হলো কম্পিউটারের গণনা বা প্রসেসিং ক্ষমতা পরিমাপের একটি একক। এটি মূলত বোঝায়, একটি সুপারকম্পিউটার প্রতি সেকেন্ডে কতটুকু গাণিতিক হিসাব করতে পারে। সিসিটিভি জানিয়েছে, এসব...