ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়েছে। পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা-ভাঙচুরে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিক্সন চৌধুরীকে এক নম্বর আসামি এবং হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিনে উপজেলা কমপ্লেক্সেও সহিংসতার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি, প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম...