রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশাচালক আকরাম হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মো. জীবন (২১) ও মো. আশিক (২২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, যাত্রী সেজে গ্রেফতার দুজন অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। এরপর অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেন তারা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি বলেন, ১১ সেপ্টেম্বর রাত ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে যাত্রী সেজে তারা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। প্রথমে আকরামের কাছ থেকে নগদ ১৫০০ টাকা ছিনিয়ে নেন তারা। অটোরিকশা নেওয়ার চেষ্টা করলে আকরাম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আকরামের চিৎকারে তারা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...