যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থী ইয়াসিন আরাফাত জাগো নিউজকে বলেন, ‘আমরা এক মাস ধরে শহরের যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। চেম্বার অব কমার্স এবং বিকেএমই থেকে আমাদেরকে ট্রাফিক মনিটরিং সেলে দেওয়া হয়। আমাদের দায়িত্ব দেওয়ার পর থেকেই বড় অটোরিকশাগুলো চাষাঢ়া প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাষাঢ়া প্রবেশ করেন। পরে বাধা দিলে তারা আমাদের ওপর ক্ষেপে যান।’ অটোরিকশাচালক মো. উজ্জ্বল বলেন, ‘আমাদের চাষাঢ়া যাওয়া নিষেধ। আমরা নিষেধ উপেক্ষা চাষাঢ়া গেছি, এটা আমার অপরাধ। কিন্তু তারা আমাদের অটোরিকশার গ্লাস ভেঙে দিয়েছে। গ্লাস ভাঙার কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেছে। আমাদের অনেককে তারা মারধর করেছে। কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সব পক্ষকে নিয়ে...