এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জন ক্রমেই জোরাল হচ্ছিল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে দলটির সরে দাঁড়ানোর ‘পাকা খবরও’ দিচ্ছিল। তবে আপাতত সেই শঙ্কা কেটে গেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে টানাপোড়ানের জেরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে শুরু হতে যাচ্ছে। স্থানীয় সময় বিকাল পাঁচটার মধ্যে মাঠের উদ্দেশ্যে পাকিস্তান দলের হোটেল ছাড়ার কথা ছিল। ম্যাচটির টস হওয়ার কথা সন্ধ্যা ছয়টায়। কিন্তু ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সোয়া পাঁচটার সময়ও হোটেল থেকে বের হয়নি পাকিস্তান দল। পাকিস্তান দল হোটেল না ছাড়লেও এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছে গেছে আরব আমিরাত। ম্যাচে নামার...