ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা আন্দোলনের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে। মামলার ২ নম্বর আসামি করা হয়েছে নিক্সনের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে ভাঙ্গা থানার এসআই আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম। বুধবার দুপুরে তিনি বলেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে দ্রুত বিচার আইনে করা আরেক মামলায় আলগী ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলা-সংযুক্ত ফরিদপুর-৪...