১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম ব্রিটিশবিরোধী ও খেলাফত আন্দোলনের সংগ্রামী নেতা, প্রখ্যাত সাংবাদিক ও বাগ্মী, কর্মবীর মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনীর জীবন ও কর্ম নিয়ে লিখিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুর রহমান সিংকাপনী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরীর পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনে উলামায়ে কেরামদের ভূমিকা ইতিহাসের পাতায় অম্লান...