কিছুদিন আগে অর্থহীন ব্যান্ড জানিয়েছিলেন, ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে। এবার জানা গেল সেই অ্যালবামটি আসছে অক্টোবরে। এছাড়াও এই অ্যালবাম মুক্তির পর প্রথমবারের মত সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাবে দলটি। ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটো অ্যালবাম মুক্তির এই খবর দিয়ে গ্লিটজকে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। প্রায় এক মাসের যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে টিটো বলেন, "দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের (বেজবাবা সুমন) অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র সফর দিয়ে অর্থহীনের আবারও বিদেশযাত্রা শুরু হচ্ছে। আমাদের এই সফর শুরু হবে অক্টোবরের ২৫ থেকে বোস্টন শহর দিয়ে।” এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া,...