ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর সর্বকালের সেরা উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন ত্রিনবাগো নাইট রাইডার্স এর তারকা স্পিনার সুনীল নারাইন। শীর্ষ উইকেট শিকারি হওয়ায় নারিন পেছনে ফেলেছেন তারই জাতীয় দলের একসময়ের সতীর্থ ডোয়াইন ব্রাভোকে। আজ অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের বিপক্ষে ম্যাচে ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিমকে ক্যাচ আউট করার মাধ্যমে তার ১৩০তম সিপিএল উইকেট পূর্ণ করেন নারাইন। এর আগে ১২৯ উইকেট নিয়ে ব্রাভোর সঙ্গে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারির তালিকার শীর্ষ ছিলেন নারাইন। ম্যাচে প্রথমে ব্যাট করে ফ্যালকন্স ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করতে সক্ষম হয়। সাকিব আল হাসান ৯ বলে ২৬ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। ইনিংসে চার ওভার বল করে ৩৬ রানে এক উইকেট শিকার করেন নারাইন। জবাবে, দ্বিতীয় ইনিংসে ট্রিনবাগো নাইট রাইডার্স ১৫ বল বাকি থাকতেই মাত্র এক...