নেপালজুড়ে ৮ ও ৯ সেপ্টেম্বর জেনজি আন্দোলনে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটির সাংবাদিক সংগঠন নেপাল মিডিয়া সোসাইটি। সংগঠনটি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে সহিংস ঘটনাগুলিতে গভীর দুঃখ প্রকাশ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস। মিডিয়া সোসাইটি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ওপর হামলার ঘটনায়। সংগঠনের সভাপতি মদন লামসালের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপরাধী চক্র আন্দোলনের সুযোগ নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়, গণমাধ্যমের কার্যালয় ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। কান্তিপুর দৈনিক, কান্তিপুর এফএম ও কান্তিপুর টিভির কার্যালয় সম্পূর্ণভাবে অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে, পাশাপাশি অন্নপূর্ণ দৈনিক ও এপি১ টিভির কার্যালয়ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুনআরও পড়ুননেপালে জেনজি বিক্ষোভে নিহতদের ‘শহীদ’ ঘোষণা...