১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একুশে পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় চালক নিহত ও ৮ জন আহত হয়।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাওতলা এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-ঢাকা ফোরলেন সড়কে বুধবার সকালে উপজেলার নাওতলা এলাকায় একটি ট্রাকের চাকা পাংচার হওয়ায় দাঁড়িয়ে থাকে। একইদিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একুশে পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ সময় একুশে বাসের চালক বেলায়েত হোসেন (৪৬) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এতে বাসের হেলপার সহ বাসের আরো অন্তত ৮ যাত্রী আহত হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম...