জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ৪ রাজনীতিবিদকে নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর সকালে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন তিন রাজনৈতিক দলের চার শীর্ষ নেতা। চার নেতা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।সফরে বাংলাদশের উদ্যোগে জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও প্রত্যবাসন বিষয়ে একটি বিশেষ সভা হবে। ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন।সফরে ফিনল্যান্ড, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।গত ৯ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই অধিবেশন।জাতিসংঘের অধিবেশনের এবারের...