দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেলেই মৃত্যুদণ্ডের সাঁজা দেওয়া হচ্ছে ইরানে। বিশেষ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ব্যপক ভাবে বেড়েছে। সর্বশেষ বাবাক শাহবাজি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরে বৈরী। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক টানাপড়েন এবং আঞ্চলিক সংঘাতে বিপরীত অবস্থানের কারণে দুই দেশের মধ্যে চলছে এক অঘোষিত ছায়াযুদ্ধ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ সংঘাতের অন্যতম সক্রিয় পক্ষ। ইরানের অভিযোগ, তারা দেশটির ভেতরে নাশকতা, গুপ্তচরবৃত্তি এবং উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডে জড়িত।রাষ্ট্রীয় প্রতিবেদনে জানানো হয়েছে, বাবাক শাহবাজি পেশায় ছিলেন ঘর ঠান্ডা রাখার যন্ত্র স্থাপনকারী। এই কাজের সুযোগে তিনি গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনায় প্রবেশাধিকার পান। অভিযোগে বলা হয়েছে,...