নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিরীক্ষায় গুরুতর গাফিলতি এবং অনিয়ম আড়াল করার অভিযোগে চারটি তালিকাভুক্ত কোম্পানির ছয়টি নিরীক্ষা প্রতিষ্ঠান ও তাদের নিরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) কমিশনের ৯৭৩তম সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি'র তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত নিরীক্ষকরা তাদের ক্লায়েন্টদের আর্থিক প্রতিবেদনে থাকা গুরুতর অনিয়মগুলো গোপন করেছেন। যার ফলে শেয়ারবাজারে সঠিক তথ্য আসেনি এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। যেসব কোম্পানির নিরীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলো হলো: সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিংসাইন টেক্সটাইল লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অভিযুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: এ হক অ্যান্ড কোং, আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা...