ফরিদপুরের ভাঙা উপজেলায় গত সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা ভাঙা লোকাল থানায় হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙা থানায় একটি মামলা দায়ের করেছে।মামলার প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে। ভাঙা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মাতুব্বরকে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই মামলার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এক গেজেটে ভাঙা সদরপুর চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের ভাঙা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন...