চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি সোহরাওয়ার্দী হল থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। তবে কোন পদে নির্বাচন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির সূত্র জানায়, আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক। তিনি সোহরাওয়ার্দী হলেরই আবাসিক শিক্ষার্থী। সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবী বলেন, আয়াজ বন্ধুদের সঙ্গে মিলিতভাবে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে কোন পদে নির্বাচন করবেন, তা এখনো নির্ধারণ হয়নি। মনোনয়নপত্র গ্রহণের পর আবু আয়াজ জানান, আমি ফরম নিয়েছি। নির্বাচন করা বা না করার সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে। যেহেতু আমি দলীয় প্যানেল থেকে অংশ নিচ্ছি, তাই কোন পদে লড়াই হবে, তা...